খণ্ডঘোষ: উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার নগরাকাটা ব্লকের বিস্তীর্ণ অঞ্চলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন খণ্ডঘোষ ব্লকের তৃণমূল সভাপতি
প্রকৃতি রসে বিধ্বস্ত উত্তরবঙ্গ চলতি মাসের প্রথম সপ্তাহে প্রবল হরকাবানে জলমগ্ন হয়ে পড়েছিল জলপাইগুড়ি জেলার নগরাকাটা ব্লকের বিস্তীর্ণ অঞ্চল। সেই দুর্দিনের পাশে দাঁড়িয়ে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা বিধ্বস্ত এলাকায় পৌঁছে নিজে পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত গ্রামগুলি। তিনি আশ্বাস দেন কেউ গৃহীন থাকবেন না সরকার আপনাদের পাশে আছে। এই মানবিক উদ্যোগের প্রতিধ্বনি শোনা গেল প্রায় ৬০০ কিলোমিটার দূরের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে।