ইটাহার: ওভারটেক করতে গিয়ে দুটি বাইকের মধ্যে ধাক্কা ইটাহারের মারনাই মোড় এলাকায়, গুরুতর জখম দুই বাইক চালক
দুটি বাইকের সংঘর্ষে জখম দুই বাইক চালক। সোমবার দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের মারনাই মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। জখম বাদল মহন্তের বাড়ি মালদহ জেলার চাঁচলের পাহাড়পুর গ্রামে এবং অন্য এক জখম বাইক চালকের নাম কৌসর আলির বাড়ি ইটাহারের ঘেরা দৌলতপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুটি বাইক মালদহ মুখে যাচ্ছিল। হঠাৎ একটি বাইক অন্য একটি বাইকে ওভারটেক করতে গেলে দুটি বাইকের মধ্যে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। দুই জন বর্তমানে রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীন।