শীতলকুচি: একই ভোটার কার্ড নিয়ে দুই ব্যক্তির দ্বন্দ্ব, ঘটনাস্থলে পুলিশ
বুধবার বড় গদাইখোঁড়া এলাকায়। জানা যায় এস আই আর এর আবহে ভোটার তালিকা সংশোধনের জন্য বি এল ও এর মাধ্যমে বাড়ি বাড়ি ফর্ম ফর্ম পৌছে দেওয়া হচ্ছে। এই সময় দেখা যাচ্ছে স্থানীয় এক যুবকের এই 2025 সালের আগে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও তার বাবার নাম ভুল এবং ছবি একই গ্রামের আর এক অন্য ব্যক্তির। এই কথা জানাজানি হতেই ঘটনাস্থলে প্রচুর মানুষ জড়ো হয়, খবর পেয়ে ঘটনাস্থলে শীতলকুচি থানার পুলিশ এসে এক ব্যক্তিকে থানায় নিয়ে যায়। পুলিশ জানায় ঘটনার তদন্ত করা হচ্ছে।