শীতলকুচি: দশমীর পড়ন্ত বিকেলে দেবী মূর্তির সামনে মহিলাদের সিঁদুর খেলা
বৃহস্পতিবার দুর্গাপূজার দশমী তিথি তথা বিসর্জনের দিন আর সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে দুর্গা বিদায়ের সময় থেকেই দেবী মূর্তির সামনে মহিলারা মা দুর্গার কাছে আজীবন সিন্দুরের আবেদন জানিয়ে সেই সিন্দুর নিয়ে একে অপরের সিঁথি ও কপালে লেপে দিয়ে একদিকে যেমন ঐক্যবোধ অপরদিকে আজীবন সংসার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধির প্রার্থনা করেন। এবং সকলে মিলে সিঁদুর খেলা মেখে ওঠেন।