আজ সন্ধ্যে ছ’টা নাগাদ হরিপালমেলা–২০২৫ প্রাঙ্গণে হরিপাল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ‘কফির আড্ডা’ কর্মসূচির শুভ উদ্বোধন হয়। ছাত্রছাত্রীদের মতবিনিময় ও সাংস্কৃতিক সংলাপের এই পরিসরটির উদ্বোধন করেন হরিপালের বিধায়িকা করবী মান্না। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়িকা করবী মান্না ছাত্রসমাজের ভূমিকা ও সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরেন।