চোলাই মদের বিরুদ্ধে আবগারি দপ্তরের অভিযান চলছেই।সোমবার রাত্রি ৯ টা নাগাদ জানা যায়, কেন্দা থানার হরিহরপুর,জামবাদ,লুকুইডি, কেন্দা এলাকায় অভিযান চালানো হয়।অভিযান চালিয়ে ৮ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।আগামীদিনেও চোলাই মদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে বলে জানানো হয় আবগারি দপ্তর সূত্রে।