কালীগঞ্জ: কালিগঞ্জের পলাশী মিরা সহ বিভিন্ন এলাকায় CITU ও ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের SIR সহায়তা কেন্দ্র
Kaliganj, Nadia | Nov 16, 2025 কালিগঞ্জের পলাশী মিরাবাজার সহ বিভিন্ন এলাকায় বাম শ্রমিক সংগঠন সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন এবং ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কস ইউনিয়নের পক্ষ থেকে এস আই আর সহায়তা কেন্দ্র করা হলো সকাল থেকে রাত পর্যন্ত এই সহায়তা কেন্দ্র গুলিতে সাধারণ ভোটারদের এসআইআর ফর্ম ফিলাপ করে দেন বাম কর্মীরা।রবিবার রাত পর্যন্ত দেখা গেল সেই ছবি। এই সহায়তা কেন্দ্রের উপস্থিত ছিলেন শ্রমিক নেতা এবং কালীগঞ্জ ব্লক সিপিআইএমের আহ্বায়ক দেবাশীষ আচার্য সহ শ্রমিক সংগঠনের অন্যান্য নেতা