হবিবপুর: মুচিয়া এলাকায় রাজ্য সড়কে মিনিঅটো থেকে পড়ে আহত ১ যাত্রী,চিকিৎসার জন্য আনা হয় বুলবুলচন্ডী হাসপাতালে
মিনি অটো থেকে পড়ে গিয়ে আহত এক যাত্রী,ঘটনাটি ঘটেছে মালদা নালাগোলা রাজ্য সড়কের মুচিয়া অঞ্চল সংলগ্ন রাজ্য সড়কে, জানা গেছে মালদার দিক থেকে বুলবুলচন্ডী দিক যাত্রী বোঝায় একটি মিনি অটো আসার সময় মুচিয়া এলাকায় মিনি অটোটি সামনে বাম্পার দেখে ব্রেক কসলে অটোতে বসে থাকা এক যাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কে পড়ে যায়, এরপর অটোচালক স্থানীয় বুলবুলচন্ডী হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।