শান্তিপুর: মৃত্যুর কারণ জানতে শান্তিপুর কন্দখোলায় রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া ব্যক্তির দেহের ময়নাতদন্ত হলো AIIMS হাসপাতালে
Santipur, Nadia | Sep 17, 2025 শান্তিপুর কন্দখোলা বাইপাস এলাকায় রাস্তার পাশের থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহের বুধবার ময়নাতদন্ত সম্পন্ন হলো কল্যাণী AIIMS হাসপাতালে। সূত্রের খবর,মঙ্গলবার সকালে শান্তিপুরের কন্দখোলা বাইপাস এলাকায় রাস্তার পাশে ঝোপের ভিতর এক ব্যক্তির রক্তাক্ত দেহ দেখতে পায় স্থানীয় মানুষজন। স্থানীয়দের দাবী, উদ্ধার হওয়া মৃত দেহের কপালে ভারী ক্ষতর চিন্হ ছিল। পরে শান্তিপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।