নয়াগ্রাম: স্বাস্থ্যসেবায় নতুন দিশা,নয়াগ্রামের প্রত্যন্ত এলাকায় দিনভর ভ্রাম্যমাণ স্বাস্থ্য শিবির,চিকিৎসা ও ওষুধে উপকৃত গ্রামবাসী
প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকারের উদ্যোগে ভ্রাম্যমাণ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল নয়াগ্রাম ব্লকের জরকা উপস্বাস্থ্য কেন্দ্রে। বুধবার দিনভর চলা এই স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া পড়ে এলাকার মানুষের মধ্যে। শিবিরে উপস্থিত চিকিৎসকেরা বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী রক্তচাপ, সুগারসহ একাধিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।