খোয়াই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ৪৮ বোতল অবৈধ বিয়ার উদ্ধার করল পুলিশ
Khowai, Khowai | Sep 16, 2025 খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ৪৮ বোতল অবৈধ বিয়ার উদ্ধার করল পুলিশ এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ সাদা পোশাকের পুলিশ এবং সুভাষ পার্ক অাউট পোষ্টের ওসি রঞ্জিত সরকারের উপস্থিতিতে এই অবৈধ বিহার গুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ একটি স্কুটি থেকে। স্কুটিটি চাম্পাহাওরের উদ্দেশ্যে যাচ্ছিল। আটক করা হয় একজনকে।