পলাশীপাড়া থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিরোধী অভিযানে নেমে বিপুল পরিমাণে গাঁজা গাছ নষ্ট করলো পলাশীপাড়া থানার পুলিশ। পলাশীপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দীপঙ্কর মন্ডলের নেতৃত্বে পলাশীপাড়া থানার বিভিন্ন এলাকাতে শনিবার গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ গাঁজা চাষ নষ্ট করে পুলিশ। সেই সাথে এলাকার মানুষকে মাদক চাষের ক্ষতিকারক দিক ও আইনি পরিণতি সম্পর্কে সচেতন করে । মাদকদ্রব্য বিরোধী এই অভিযান লাগাতার চলতে থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়।