বড়ঞা: দ্বাদশীর রাতে দূর্গা প্রতিমা নিরঞ্জনে উৎসবমুখর শ্রীহট্ট গ্রাম
মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার শ্রীহট্ট গ্রামের পালপাড়ায় দূর্গা প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ। দ্বাদশী দিন রাত্রে এলাকার বাসিন্দারা দেবীকে বিদায় জানান। বছরভর অপেক্ষার পর দুর্গাপূজার এই পর্বে যেমন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে, তেমনি দেবী নিরঞ্জনের দিনে মায়ের বিদায়ে বিষাদের সুর এলাকায়। শনিবার রাত্রে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে এলাকায় শোভাযাত্রার আয়োজন করা হয়।