কেশপুর: চড়কা গ্রামে ভেঙে পড়ল মাটির কাঁচা বাড়ি
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এর চড়কা গ্রামের ঘটনা।জানা গিয়েছে সেখ কলিমুদ্দিন এর কাঁচা মাটির বাড়িটি আজ ভেঙে পড়েছে। এমনি চিত্র ধরা পড়ল পাবলিক নিউজ এর ক্যামেরায়।চড়কা গ্রামের বাসিন্দা সেখ কলিমুদ্দিন এর কাঁচা মাটির বাড়ি ভেঙে পড়ায় হতাশ বাড়ি মালিক। বাড়ি মালিক শেখ কলিমুদ্দিন বলেন সরকারি বাড়ির জন্য বিডিও অফিসে আবেদন জানিয়েছি