নলহাটি ১: নলাটি ৫ নম্বর ওয়ার্ডের NBC ক্লাবের এই বছরের কালী পূজোর থিম বিষ্ণুর দশ অবতার, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
নলাটি ৫ নম্বর ওয়ার্ডের NBC ক্লাবের এই বছরের কালী পূজোর থিম বিষ্ণুর দশ অবতার, আজ শনিবার বিকেল পাঁচটা নাগাদ গিয়ে দেখা যায় চলছে পূজো প্যান্ডেলের শেষ প্রস্তুতির কাজ, পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন এই বছর তাদের পূজো ৪৩ বছরের পা দিয়েছে এবং এই বছরে তাদের পুজোর থিম বিষ্ণুর দশ অবতার। পূজা প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে মৎস্য অবতার, বরাহ অবতার সহ বিষ্ণুর দশ অবতারের ছবি।