জয়পুর: আনন্দনগরে কীর্তন দিবস পালন জরা হয়
প্রতিবছর বিশ্বের সমস্ত আনন্দমার্গীগণ এই ৮ই অক্টোবর দিনটিকে কীর্তন দিবস হিসেবে পালন করেন। বুধবার জয়পুর ব্লকের আনন্দনগরে “মধুমলয়” মার্গগুরু বাসভবনে তিন ঘণ্টা অখণ্ড নাম-সংকীর্তন, মিলিত ঈশ্বর প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় ও নারায়ণ সেবার আয়োজন।