চাকদা: অবলুপ্ত চিঠি ও রানার কে নিয়ে ডাক বিভাগ,43 তম বর্ষে কালী পুজোয় থিম চাকদা ঘোড়াঘাটা অনির্বান সংঘ ও পাঠাগারের
Chakdah, Nadia | Oct 20, 2025 মানুষের এক সময়ের যোগাযোগ ব্যবস্থা ছিল চিঠি। আর ডাক বিভাগের মাধ্যমে সেই চিঠি নিয়ে এক শহর থেকে অন্য শহর, এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছুটে চলত রানার। সময় এর সাথে তাল মিলিয়ে বিজ্ঞানের প্রসারের সাথে সাথে আজ চিঠি মেলে পরিণত হয়েছে। হোয়াটস আপ এর মাধ্যমেই মানুষ মানুষের সাথে যোগাযোগ বজায় রাখতে অভ্যস্ত হয়েছে। অবলুপ্ত হয়েছে চিঠি ও রানার। আর সেই পুরনো দিনের ডাক বিভাগ কেই এবার নিজেদের পুজোর থিম হিসেবে তুলে ধরলো চাকদা ঘোড়াঘাটা অনির্বান সংঘ ও পাঠাগার কালী পূজা কমিটি।