ব্যারাকপুর ১: ৩৭ তম বর্ষ উত্তর ২৪ পরগনা জেলা গ্রন্থ মেলা উদ্বোধন হলো নৈহাটি রেল মাঠে, উপস্থিত অতিরিক্ত জেলাশাসক ও পৌর প্রধান
৩৭ তম বর্ষ উত্তর ২৪ পরগনা জেলা গ্রন্থ মেলা উদ্বোধন হলো নৈহাটি রেল মাঠে। সোমবার এই মেলার উদ্বোধন করেন উত্তর চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা, নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় এর সহ উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক প্রশাসনিক কর্তারা। ৮৫ টি প্রকাশক এই গ্রন্থ মেলায় ১১৫ টি বইয়ের স্টল দিয়েছেন। এই বই মেলা চলবে আগামী সাতই ডিসেম্বর পর্যন্ত।