নবদ্বীপ: কার্তিক পুজো উপলক্ষে বিভিন্ন দেবদেবীর প্রতিমা দর্শনে ইদ্রাকপুর গ্রামের বিভিন্ন এলাকায় অসংখ্য দর্শনার্থীদের ভিড়
Nabadwip, Nadia | Nov 18, 2025 মঙ্গলবার রাতে ইদ্রাকপুরের বিভিন্ন পুজো মন্ডপে প্রতিমা দর্শনে অসংখ্য দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়,উল্লেখ থাকে সোমবার সারা রাজ্যের সঙ্গে একযোগে মায়াপুর ইদ্রাকপুর গ্রামে কার্তিক পুজো উপলক্ষে বিভিন্ন দেব-দেবীর আরাধনায় মেতে ওঠেন বাসিন্দারা,কার্তিক পুজোর সঙ্গে একযোগে পুজিত হয় শতবর্ষ প্রাচীন গঙ্গা মাতা,কৃষ্ণকালী মাতা সহ অন্যান্য দেবদেবীর প্রতিমা,দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে নবনির্মিত ইসকনের মন্দির সহ বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয় মণ্ডপ।