অধিকার সভায় এস আই আর নিয়ে চড়া সুড় আই এস বিধায়ক নওসাদ সিদ্দিকীর,এস আই আর এর শুনানিতে হয়রানির অভিযোগ। অপরদিকে হাড়োয়ার জনসভার আগে দলীয় কর্মীদের হুমকি, পতাকা খুলে দেওয়া, মারধরের অভিযোগ অভিযোগ নওসাদের।ওয়াকফ সংশোধনী বিল,এস আই আর সহ চার দফা দাবিতে বুধবার বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত হাড়োয়া ব্লকের আমরাডেঙী এলাকায় অধিকার সভার আয়োজন করা হয় আই এস এফ দলের পক্ষ থেকে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান বিধায়ক নওসাদ সিদ্দিকী।