মেদিনীপুর: মেদিনীপুর সদরের বিভিন্ন জঙ্গলে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে বহু হাতি, বনদপ্তরের নজরদারি বানানো হলো
মেদিনীপুর সদরে ফের হাতি, মেদিনীপুর সদর ব্লকে চাদড়া রেঞ্জের অন্তর্গত মুড়াকাটা জঙ্গলে আজ শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ হাজির হয় ৮ থেকে ১০ টি হাতির একটি দল। পরে হাতগুলি গোয়ালডাঙ্গার দিকে রাতৃ রায় সাড়ে ১০ টা নাগাদ গিয়ে পৌঁছায়। বনদপ্তরের তরফে জানা গিয়েছে মেদিনীপুর সদরের চাঁদড়া রেঞ্জে একাধিক হাতি বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে বিভিন্ন জঙ্গলে। ফলে সতর্ক করা হয়েছে গ্রামবাসীদের। বিগত কদিনে বেশ কয়েকটি হাতির আগমনে দুর্ঘটনার কথা নজরে এসেছে।