কলকাতা: দক্ষিণেশ্বরে কালীপুজো উপলক্ষে দর্শনার্থীদের ঢল
কালীপুজো উপলক্ষে সোমবার সকাল থেকেই দক্ষিণেশ্বর কেঁপে উঠেছে ভক্তসমাগমে। মা ভবতারিণীর মন্দির প্রাঙ্গণে আজ ভোরের আলো ফোটার আগেই শুরু হয়েছে দর্শনার্থীদের ভিড়। দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছেন মা কালী ও মা ভবতারিণীর দর্শনে। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের নজরদারি, স্বেচ্ছাসেবক দলের সহযোগিতা এবং ব্যারিকেড ঘেরা পথ—সব মিলিয়ে জমজমাট আয়োজন দেখা গেছে।