রামপুরহাট ২: বয়স হোক ১৮ পর বিয়ে হোক সম্মতিতে পালিয়ে নয় নইলে বিপদ বললেন ওসি
বয়স হোক ১৮,বিয়ে হোক সম্মতিতে পালিয়ে নয়, নইলে প্রজন্মেও ছড়াতে পারে সমস্যা। রামপুরহাট দু’নম্বর ব্লকের মারগ্রাম থানার (ওসি) জাহিদুল ইসলাম সম্প্রতি সমাজে বাড়তে থাকা পালিয়ে বিয়ের প্রবণতা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।তিনিবলেন,“ভালোবাসা অপরাধ নয়, তবে আইন মেনে এবং ১৮ বছর বয়স পূর্ণ করেই বিয়ে করা উচিত। পালিয়ে বিয়ে শুধু পরিবারে নয়, সমাজেও অশান্তি ডেকে আনে রূপকথার গল্প দিয়ে তা বুঝিয়েও দেন। এমন প্রবণতা থাকলে ভবিষ্যৎ প্রজন্মেও তার প্রভাব পড়তে পারে।