কোচবিহার ১: রাজ ঐতিহ্য মানে বড় দেবী মন্দিরে সম্পূর্ণ হলো নবমী পুজো ভিড় ভক্তদের
রাজ আমলের ঐতিহ্য মেনে বুধবার সম্পূর্ণ হলো বড় দেবী বাড়িতে নবমী পুজো। বড় দেবী মন্দিরের এই পুজো প্রায় ৫০০ বছরের পুরনো। মহারাজারা স্বপ্নে এই দেবীকে পেয়েছিলেন। এই দেবীর গায়ের রং রক্ত বন্যা। অন্যান্য দুর্গা ঠাকুরের মতো মায়ের পাশে দেখা যায় না কার্তিক গণেশ সরস্বতীকে । তার পরিবর্তে মায়ের পাশে দেখা যায় জয়া বিজয়া কে।