মানবাজার ১: চিরুভিটা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলো কয়লা বোঝাই ট্রাক
গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানের জমিতে উল্টে গেল কয়লা বোঝাই ষোলো চাকার লরি।রবিবার আনুমানিক সকাল নটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে মানবাজার থানার অন্তর্গত বিশরী অঞ্চলের চিরুভিটা গ্রামে।জানা যায় লরিটি কয়লা নিয়ে রাঁচি থেকে স্থানীয় একটি ইঁট ভাটায় যাচ্ছিলো।পরবর্তীকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে। যদিও এই দুর্ঘটনায় কোন বড়সড়ো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।