রায়গঞ্জ: ছোটোদের বাজি পোড়ানোর বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশী গৃহবধুকে মারধর করার অভিযোগে চাঞ্চল্য হাইরোড কালীতলা এলাকায়
ছোটোদের বাজি পোড়ানোর বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশী গৃহবধুকে মারধর করা ও সোনার গয়না ছিনিয়ে নেওয়ার অভিযোগে চাঞ্চল্য হাইরোড কালীতলা এলাকায়। মঙ্গলবার দুপুরে অভিযোগকারী গৃহবধুর স্বামী জানান, ওই গৃহবধুর নাম দ্রৌপদী দেবশর্মা, বাড়ি রায়গঞ্জের হাইরোড কালীতলা এলাকায়। সোমবার সন্ধ্যায় ওই গৃহবধুর সন্তান বাজি পোড়াচ্ছিল সেই বিষয় নিয়ে প্রতিবেশী মহিলারা কটু কথা বলে। তার প্রতিবাদ করায় প্রতিবেশীরা ওই গৃহবধুকে মারধর করে, তার কানের দুল ছিনিয়ে নেয় বলে অভিযোগ।