দুবরাজপুর: লক্ষ্মীর ভান্ডার নিয়ে সায়নীকে সরাসরি নিশানা, ২০২৬-এ তৃণমূলের ‘বিসর্জন’ দেখবে বাংলা, দুবরাজপুরে বললেন অনুপ সাহা
দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা তৃণমূল কংগ্রেস ও যুবনেত্রী সায়নী ঘোষকে তীব্র আক্রমণ শানালেন। মঙ্গলবার তিনি অভিযোগ করেন, সায়নী ঘোষ লক্ষ্মীর ভান্ডারের অর্থ ব্যবহারের প্রসঙ্গে অপমানজনক মন্তব্য করেছেন, যা বাংলার লক্ষ লক্ষ নারী ও সাধারণ মানুষের প্রতি অসম্মান। অনুপ সাহার দাবি, গত ১৫ বছরের শাসনে রাজ্যে বেকারত্ব বেড়েছে এবং মানুষের অধিকার খর্ব হয়েছে। তাঁর বক্তব্য, বাংলার মানুষ দয়ার ভাতায় নয়, নিজেদের অধিকারেই বাঁচতে চায়।