রানিবাঁধ: 'শত্রু আমাদের ভেতরেই’ -খাতড়ার বিজয়া সম্মেলনের মঞ্চে খাতড়া ব্লক নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি তৃণমূলের জেলা সভাপতির
খাতড়া ব্লকের পরাজয় নিয়ে তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায় আত্মসমালোচনার ডাক দিলেন। খাতড়ার বিজয়া সম্মেলনের মঞ্চে তিনি স্পষ্ট জানান, খাতড়ার মানুষের দোষ নয়, নেতৃত্বের ভুলেই পরাজয়। জনগণের কাছে পৌঁছনোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঔদ্ধত্য চলবে না, ভুল স্বীকার করতে হবে।” অভ্যন্তরীণ দ্বন্দ্বকেও পরাজয়ের কারণ উল্লেখ করে বর্ষিয়ান নেতাদের একজোট হওয়ার বার্তা দেন। আসন্ন বিধানসভা ভোটে সংগঠনকে শক্তিশালী করার উপর জোর দেন তিনি।