কোচবিহার ২: দ্বিতীয় বর্ষ কোচবিহার হেরিটেজ নাট্যমেলা শুরু হচ্ছে আগামী ২৮ জানুয়ারি, জানালেন তৃণমূলের জেলা সভাপতি
দ্বিতীয় বর্ষ কোচবিহার হেরিটেজ নাট্যমেলা শুরু হচ্ছে আগামী ২৮ জানুয়ারি, জানালেন তৃণমূলের জেলা সভাপতি। উল্লেখ্য গত বছর থেকেই কোচবিহারে শুরু হয়েছে হেরিটেজ নাট্যো মেলা। এই কমিটির অন্যতম পৃষ্ঠপোষক হচ্ছেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। গতবারের ন্যায় এবারও এই নাট্যমেলার আয়োজন করা হচ্ছে কোচবিহার রবীন্দ্র ভবনে। আগামী ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত হবে এই নাট্যমেলা। এ প্রসঙ্গ নিয়ে এদিন কোচবিহার বিপাসা ভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।