বারুইপুর: বারুইপুরে কোলে শিশু নিয়ে বাড়িতে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই মহিল
কোলে বাচ্চা নিয়ে বাড়িতে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই মহিলা। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পরল চাঞ্চল্যকর ছবি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। সোমবার সকালে বারুইপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়াতে প্রদীপ পাইনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় সকাল দশটা আটচল্লিশ মিনিট নাগাদ কোলে দুই বাচ্চা নিয়ে দুই মহিলা ও আরো একটি বাচ্চা ছেলের সঙ্গে প্রদীপ পাইনের বাড়িতে ঢুকছে।