ইংরেজবাজার: তৃণমূল নেতার খুনের সাক্ষী মেটাতে মালদহে চলল গুলি! কানাইপুর এলাকায় গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী
কয়েক দিনের ব্যবধানে আবারও শুটআউট মালদহে। তৃণমূল নেতা খুনের সাক্ষী মেটাতে এবারে গুলি করে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ। মালদার ইংলিশ বাজার থানার অমৃতি গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকার ঘটনা। সোমবার সকাল আটটা নাগাদ পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম আতিমুল মোমিন। বয়স ৩৩। বাড়ি অমৃতি গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রাম এলাকায়।