কাঁকসা: গোপালপুর শিল্প তালুক এলাকা থেকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার অভিযোগে গ্রেফতার এই ব্যক্তি
সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। আজ রাত ১১ টা নাগাদ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিন কাঁকসার গোপালপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি কাঁকসার গোপালপুর এলাকায় শিল্প তালুকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল।খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়।