ডেবরা: বালিচক লকগেট সার্বজনীন জগদ্ধাত্রী পূজোয় উপস্থিত বি এল আর ও সহ আধিকারিকরা
বৃহস্পতিবার রাত্রী ৮ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লকের বালিচক লকগেট সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে উপস্থিত হলেন ডেবরা ব্লকের বি এল আর ও রুপ বিলাস মন্ডল,সেচ দপ্তরের আধিকারিক সুবির সাহা অনান্যরা। এদিন জগদ্ধাত্রী পুজো দেখতে স্থানীয় মানুষজনও ভিড় জমায়।আগামীকাল রয়েছে মায়ের প্রসার বিতরণ কর্মসূচি।