ফরিদপুর দুর্গাপুর: বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ হাজির হলেন দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি শংকরপুর মণ্ডপে
উদ্বোধনের দিন দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সপ্তমীর রাত ১১ টায় হাজির হলেনভিএবার দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হওয়া দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে। সপরিবারে এসে মণ্ডপ ও প্রতিমার প্রশংসা করলেন তিনি। প্রকাশ্যে জানালেন, "আমি এখানে শুধুই প্রতিমা ও মণ্ডপ দর্শনে এসেছি, এর সঙ্গে রাজনীতির কী সম্পর্ক?