গাজোল: নিরন্ত্রণ হারিয়ে ছোট 4 চাকা গাড়ি ধাক্কা মারলো পরপর ১টি স্কুটি, টোটো এবং মাল বোঝাই ভ্যানে বিধান পল্লী ৫১২ নং এলাকায়
Gazole, Maldah | Nov 8, 2025 বালুঘাটের বোল্লাকালী দর্শন করে গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ঘটল বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে ছোট চার চাকা গাড়ি ধাক্কা মারল পরপর একটি স্কুটি, টোটো এবং মাল বোঝাই ভ্যানে। ঘটনায় তিনজন সামান্য আহত হলেও, অল্পের জন্য বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পথচারীরা। শনিবার ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার গাজোলের বিধানপল্লী সংলগ্ন ৫১২ নং জাতীয় সড়কে। জানা গেছে, এদিন বালুরঘাটের বোল্লাকালীর পুজো দিয়ে মালদা শহরের এক পরিবারের সদস্যরা একটি ছোট চার চাকা গ