রায়গঞ্জ: স্থায়ী করণ সহ ৫ দফা দাবীতে মিড ডে মিল রাধুনী ও হেল্পারদের আন্দোলন কর্নজোড়ায়
স্থায়ী করণ সহ ৫ দফা দাবীতে মিড ডে মিল রাধুনী ও হেল্পারদের আন্দোলন কর্নজোড়ায়। পশ্চিমবঙ্গ মিড ডে মিল কুকু কাম হেল্পারস ইউনিয়নের ব্যানারে উত্তর দিনাজপুর জেলা শাসকে ডেপুটেশন দেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বিকালে সংগঠনের সম্পাদিকা সন্ধ্যা মন্ডল বলেন, তাদের মুল দাবী মিড ডে মিল ওয়ার্কারস দের স্থায়ী করণ করতে হবে। পাশাপাশি পারিশ্রমিক বাড়ানোর দাবী সহ অন্যান্য দাবী নিয়েও সরব হন তারা।