ডেবরা: ডেবরায় তৃণমূলের এস টি সেলের সভানেত্রীকে শুভেচ্ছা জানালেন দলীয় কর্মীরা
বৃহস্পতিবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সাইটে ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের এসটি সেল এর সভানেত্রী করা হয় কর্মাধ্যক্ষ ও শান্তি টুডু কে।বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা নাগাদ ডেবরায় মাইনোরিটি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে শান্তি টুডুকে শুভেচ্ছা জানালেন দলীয় কর্মীরা।রইলো ভিডিও