গাজোল: পূজার প্রাক্কালে পথ দূর্ঘটনায় টোটো পাল্টি খেয়ে ৫ টোটো প্যাসেঞ্জার আহত হয় বিজল বাড়ি সড়ক এলাকায়
Gazole, Maldah | Sep 29, 2025 পূজার প্রাক্কালে পথ দূর্ঘটনায় টোটো পাল্টি খেয়ে টোটোর নিচে চাপা পড়ে পাঁচ টোটো প্যাসেঞ্জার আহত হয়। এরপর স্থানীয়রা ওই টোটো প্যাসেঞ্জার আহতদের উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে আহতদের নাম আরজিনা খাতুন।বয়স 35 ,বাড়ি হরিরামপুরের আখিড়া পাড়া। সানিয়া শাবনাম। বয়স 10 বছর। বাড়ি মেহেন্দি পাড়া এলাকায়। ইমরোজ হোসেন,বয়স 16 বছর। বাড়ি মেন্দী পাড়া। অভিরন নেশা, বয়স 35 ,বাড়ি গাজোলের বাঁচাহার। স্থানীয় সূত্র