মথুরাপুর ২: রায়দিঘি থানার IC মানস চ্যাটার্জির তত্ত্বাবধানে কালী পূজা উপলক্ষে অংকন প্রতিযোগিতার আয়োজন
সুন্দরবন পুলিশ জেলার রায়দিঘি থানার পক্ষ থেকে শ্রী শ্রী শ্যামা পূজার আয়োজন এই শ্যামা পূজা উপলক্ষে আজ অর্থাৎ বুধবার দুপুর দুটো নাগাদ রায়দিঘি থানার আইসি মানস চ্যাটার্জি তত্ত্বাবধানে অংকন প্রতিযোগিতার আয়োজন এদিন প্রায় এলাকার ৩ ০০শত ছাত্রছাত্রী এই অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনটি গ্রুপে এই অংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রত্যেক গ্রুপের ফার্স্ট সেকেন্ড দ্বিতীয় ছাড়াও প্রত্যেক প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় । আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি