১২ বছর পর পর যেন সময় নিজেই থেমে দাঁড়ায়—আর মানুষ ফিরে যায় মানুষের কাছে। পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকের নরোত্তম বাটি গ্রামে তেমনই এক আবেগঘন মিলনের নাম মা মনসার শয়লা মেলা।দীর্ঘ বারো বছরের অপেক্ষা শেষে আবারও গ্রামজুড়ে ফিরেছে সেই চিরচেনা ডাক। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় মা মনসার পূজা। ধূপ–ধুনোর গন্ধে, ঢাকের তালে আর মন্ত্রোচ্চারণে ভরে ওঠে চারপাশ। পূজা শেষে শুরু হয় সবচেয়ে সুন্দর পর্ব—বন্ধুত্ব ঝালাই করার উৎসব।