কাঁকসা: ৩০০বছর ধরে মহা ধুমধামে পূজিত হয়ে আসছেন কংকেশ্বরী,বর্তমানে পুজোর দায়িত্বভার কাঁকসা থানার গ্রামরক্ষী বাহিনীর উপর
প্রায় ৩০০ বছর ধরে মহা ধুমধামে পুঁজিত হয়ে আসছেন কাঁকসার কংকেশ্বরী কালি।বর্তমানে দেবীর মন্দির কাঁকসা থানার মধ্যে থাকায় পুজো কমিটির সাথে কাঁকসা থানার গ্রাম রক্ষী বাহিনী দায়িত্বভার সামলায়।সোমবার সন্ধ্যায় পুজোর সূচনা করেন কাঁকসার বিডিও পর্ণা দে ও কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা।এদিন মন্দিরে পুজো উপলক্ষ্যে কাঁকসা সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা ভিড় জমিয়েছিলেন।পুজো উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গনে চন্ডীপাঠ করা হয়।তার পরে শুরু হয় পুজো।