জামালপুর: জামালপুরে শুরু হল SIR এর ফরম বিলির কাজ
জামালপুর বাসস্ট্যান্ড এলাকায় SIR এর ফর্ম বিলি করলো BLO রা। গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমানের জামালপুরে এই কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। গোটা রাজ্য জুড়ে এই প্রক্রিয়াকে সফল করতে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সকাল থেকেই পঞ্চায়েত থেকে এনুমারেশন ফ্রম সংগ্রহ করার পর বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা পৌঁছে দিচ্ছে সেই ফর্মগুলি বলে জানা গিয়েছে।।