রানাঘাট ১: কালী পূজার প্রাক্কালে রানাঘাট থানার অন্তর্গত কুপার্স ক্যাম্প ফাঁড়ির নতুন ভবন ও কালী মন্দিরের উদ্বোধন করলেন SP রানাঘাট
কালী পূজার প্রাক্কালে রবিবার রানাঘাট থানার অন্তর্গত কুপার্স ক্যাম্প ফাঁড়ির নব নির্মিত ভবন কালী মন্দিরের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন রানাঘাট পুলিশ জেলার এস পি আশীষ কুমার মৌর্য্য। রবিবার বিকেলে আনুমানিক 5 টা 30 মিনিট নাগাদ কুপার্স ক্যাম্প ফাঁড়ি প্রাঙ্গনে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নতুন মন্দির ও ভবনের উদ্বোধন হয়। এদিনের এই অনুষ্ঠানে রানাঘাট পুলিশ জেলার এস পি আশীষ কুমার মৌর্য্য ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকেরা।