খড়গপুর ১: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে খড়্গপুরের গোলবাজারে লাড্ডু বিতরণ বিধায়ক হিরনের
আজ বুধবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন, সেই উপলক্ষে জেলা জুড়ে একাধিক কর্মসূচি বিজেপির। খড়গপুর বিজেপির তরফে পালন করা হলো দিনটি।। এদিন রাত্রি প্রায় নটা নাগাদ খড়গপুরের বিজেপি বিধায়ক ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় খড়গপুর শহরের গোলবাজার এলাকায় মিষ্টি বিতরণ করেন।। পথ চলতি সাধারণ মানুষকে প্রত্যেকের হাতে লাড্ডু তুলে দেন বিধায়ক।।