কৃষ্ণনগর ২: সিংহাটি মোর ১২ নম্বর জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ধুবুলিয়া থানার অন্তর্গত সিংহাটি মোড় 12 নম্বর জাতীয় সড়কের উপর।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম সদর আলী শেখ, বাড়ির চাপড়া থানার অন্তর্গত তিলকপুর গ্রামের।