ধর্মনগর: গাঁজা ধ্বংস অভিযান চুড়াইবাড়ি থানার অন্তর্গত বালিছড়া এডিসি ভিলেজের কাটোয়াছড়া ২নং ওয়ার্ড এলাকায়
গাঁজা ধ্বংস অভিযান চুড়াইবাড়ি থানার অন্তর্গত বালিছড়া এডিসি ভিলেজের কাটোয়াছড়া ২নং ওয়ার্ড এলাকায় । অভিযানে জঙ্গলের মধ্যে দুটি পৃথক প্লটে চাষ করা প্রায় ৫ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। অভিযান চলাকালীন চুড়াইবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও টি.এস.আর জওয়ানরা উপস্থিত ছিলেন। পুলিশের ধারণা, কিছু অসাধু চক্র ওই এলাকায় অবৈধ গাঁজা চাষের সঙ্গে জড়িত থাকতে পারে