আলিপুরদুয়ার ১: জেলা তৃণমূল কার্যালয়ে সংঘশ্রী ক্লাবের কালীপুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন EX-MLA,শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী,MP
আলিপুরদুয়ার শহরে কালীপুজোর প্রস্তুতি জোর কদমে চলছে।শহরের কলেজ হল্ট এলাকায় জেলা তৃণমূল কার্যালয়ের পাশে আবার বড় কালীপুজোর আয়োজন করছে সংঘশ্রী ক্লাব।সেই ক্লাবের এবছরের বড় পুজোর আয়োজন করা হয়েছে।শনিবার দুপুর তিনটে নাগাদ ক্লাবের পুজোর প্রস্তুতি খতিয়ে দেখেন ক্লাবের সম্পাদক তথা আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী।