আমরা শুধু পড়াশোনা করি তাই নয়, পড়াশোনার পাশাপাশি রান্না ও হাতের কাজও করতে পারি,এই বার্তাকেই বাস্তবে রূপ দিতে মঙ্গলবার সকাল ১১ টায় গলসি দয়ালপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের উদ্যোগে আয়োজন করা হলো খাদ্য ও হস্তশিল্প মেলা। পড়ুয়াদের প্রতিভাকে বিকশিত করা ও তাদের উৎসাহ জোগাতেই এই অভিনব উদ্যোগ। এবছর এই মেলা দ্বিতীয়বর্ষে পদার্পণ করল। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সহযোগিতায় পড়ুয়ারা ফুচকা, ঘুগনি, চাউমিন, পকোড়া, পাঁপড়ি চাট, ভেজিটেবল চপ বানায়