ভগবানগোলা ২: উড়িষ্যায় কাজে গিয়ে ভগবানগোলার শফিকুলের মর্মান্তিক মৃত্যু
উড়িষ্যায় পাইপ লাইনের কাজে নেমে মাটির ধসে মৃত্যু হল ভগবানগোলা টু ব্লকের দেবাইপুর দাঁদ মাটি এলাকার বাসিন্দা শফিকুল সেখের (৩০)। পরিযায়ী শ্রমিক হিসেবে এক মাস আগে জীবিকার তাগিদে উড়িষ্যায় গিয়েছিলেন তিনি। বুধবার কাজের সময় আচমকা মাটি ধসে পড়লে বেরিয়ে আসতে না পেরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুঃসংবাদ পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়ে পরিবার। খবর পেয়ে দ্রুত শফিকুলের বাড়িতে পৌঁছান ভগবানগোলা ৬২ নম্বর বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন