রায়না -১ নম্বর ব্লকে এস.আই অফিসে বিধায়ক তহবিল থেকে "ঠান্ডা পানীয় জল প্রতিস্থাপন", কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন ও বিল্ডিংয়ের রঙের জন্য -১,৫৯,৬৮০ টাকা প্রদান করা হয়েছে। আজকে তার উদ্বোধন করা হলো। এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত থাকেন বিধায়িকা সহ একাধিক আধিকারিকরা বলে জানা যায় মঙ্গলবার বিকেলে।